Wednesday, January 10, 2018

৩৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট




#বাংলাদেশ_বিষয়াবলি:
১। বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? - ব্র্যাক অন্বেষা
২। বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে কোন সংস্থার মাধ্যমে নিস্পত্তি হয়? - International Tribunal for the Law of the Sea
৩। বাংলাদেশ সর্বাধিক পরিমান অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে - চীন থেকে
৪। মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন - এ এইচ এম কামরুজ্জামান
৫। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল - বাঙালী জাতীয়তাবাদ
৬। ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না - নবাব স্যার সলিমুল্লাহ
৭। জুম চাষ হয় - খাগড়াছড়িতে
৮। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক - রাঙামাটিতে জেলায়
৯। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় - ১৯৭৪ সালে
১০। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান - নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
১১। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক - বাংলাদেশ কৃষি ব্যাংক
১২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে - ধারা ২৭
১৩। বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) - ৩১ জন ; [৩০জন]
১৪। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা - ৭.৪%
১৫। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল - ৬.০%
১৬। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় - প্রাকৃতিক গ্যাস
১৭। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা - চট্টগ্রাম
১৮। নিম্নের মোঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন - বাবর
১৯। ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের - ফেব্রুয়ারিতে
২০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল - ৫ বছর.
২১। দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে - কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না
২২। কোনটি স্থানীয় সরকার নয় - পল্লী বিদ্যুৎ
২৩। আইন প্রণয়নের ক্ষমতা - জাতীয় সংসদের
২৪। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে- সুশীল সমাজ
২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স - ৩৫ বছর
২৬। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয় - ১৫ ভাগে
২৭। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন - মুশফিক
২৮। নিচের কোনটি নাগরিকের দায়িত্ব - রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
২৯। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে - ৩ টি
৩০। পার্বত্য চট্টগ্রাম শান্তচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় - ১৯৯৭

#বিজ্ঞান

৩১। মা এর রক্তে হেপাটাইটিস-বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? - জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে
৩২। ডেঙ্গু রোগ ছড়ায় - Aedes aegypti মশা
৩৩। বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - স্ট্রাটোস্ফিয়ার
৩৪। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত - ক্রোমাটিন বস্তু
৩৫। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? - পারকিনসন
৩৬। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? - নিপা পাম
৩৭। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? - ট্রপোমন্ডল
৩৮। পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কত ভাগ জল ভূগর্ভ ধারন করে? - ০.৬৮%
৩৯। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলে - এপিকালচার
৪০। স্টিফেন হকিন্স একজন - পদার্থবিদ
৪১। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো - মিথেন গ্যাস
৪২। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস - সমুদ্রের ঢেউ
৪৩। কোন গ্যাসটি 'ড্রাই আইস' তৈরিতে ব্যবহার করা হয় - কার্বন ডাই-অক্সাইড
৪৪। বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারের কম্প্রেসরে ব্যবহার করা হয় - ট্রাইক্লোরোট্রাইফ্লোরো ইথেন
৪৫। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় - গামা রেস
.
#বাংলা
.
৪৬। 'বীরবল' কোন লেখকের ছদ্মনাম- প্রমথ চৌধুরী
৪৭। মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' একটি - অনুবাদ নাটক
৪৮। চন্দ্ররা চরিত্রের স্রষ্টা - রবীন্দ্রনাথ ঠাকুর
৪৯। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন - সঞ্জয় ভট্টাচার্য
৫০। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন - রামরাম বসু
৫১। কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়- ১৮৬১
৫২। Null and Void এর বাংলা পরিভাষা কোনটি - বাতিল
৫৩।কোনটি শুদ্ধ বানান - স্বায়ত্ত্বশাসন
৫৪। গিন্নি কোন শ্রেণির শব্দ – অর্ধতৎসম
৫৫। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি - শ্রুৎ + ধা + অ+ আ
৫৬। পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ - তৎপুরুষ
৫৭। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি - অর্ক
৫৮। 'হ্ম' যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ+ম
৫৯। 'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি - সদ্যঃ+ জাত
৬০। ব্যক্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি - গূঢ়
৬১। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি - মোড়ক
৬২।কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি
৬৩। গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত - নাট গীতি
৬৪। সন্ধ্যাভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত - চর্যাপদ
৬৫। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন - চট্রগ্রাম
৬৬। চন্দ্রাবতী কি? - কাব্য
৬৭। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন - মিথিলা
৬৮। কোনটি বিদ্যাসাগরের আত্নজীবনীমূলক লেখা - আত্মচরিত
৬৯। বেগম রোকেয়া সাখওয়ার হোসেনের 'মতিচূর' কোন ধরনের রচনা - প্রবন্ধ
৭০। কোনটি জসীম উদ্দিনের রচনা - ঠাকুরবাড়ির আঙিনা
৭১। কোন শুদ্ধ বানানে লেখা হয়েছে - ত্রিভুজ
৭২। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে - একত্রিত
৭৩। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধবনি কয়টি - ৭ টি
৭৪। 'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ - তুর্কি শব্দ
৭৫। 'আমার ঘরের চাবি' গানটির রচিয়তা কে? - লালন শাহ
৭৬। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি - বন্দী শিবির থেকে।
৭৭। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস
৭৮। দীনবন্ধু মিত্রের 'নীলদর্পন নাটক' প্রথম কোথা থেকে
প্রকাশিত হয় - ঢাকা
৭৯। কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ - শেষলেখা
৮০। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? - হুমায়ুন কবির
.
#নৈতিকতা_মূল্যবোধ_ও_সুশাসন
.
৮১। জিরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? - যুক্তরাজ্য
৮২। মূল্যবোধ পরীক্ষা করে - উপরের সবগুলো
৮৩। গোল্ডেন মিন হলো - দুটি চরম পন্থায় মধ্যবর্তী অবস্থা
৮৪। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে - মূল্যবোধের শিক্ষা থেকে
৮৫। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে - জবাবদিহিতা
৮৬। নিন্মের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? - শাসন প্রক্রিয়া ও উন্নয়ন
৮৭। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? - নৈতিক শাসন
৮৮। নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? - প্রতীক
৮৯। কোন বছর UNDP সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? - ১৯৯৭
৯০। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভত তার অর্থ - সর্বজনীন
.
#COMPUTER
.
৯১। কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? - TCP/IP
৯২। কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে - @
৯৩। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? - উইকিপিডিয়া
৯৪। 10101111 এর 1's Complement কোনটি? - 01010000
৯৫। কোন ধরনের bus ব্যবহৃত হয় না - dat bus
৯৬। ROM ভিত্তিক প্রোগ্রাম এর নাম কি? - irmware
৯৭। একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 হয়। এই গেটটি - NAND
৯৮। কোনটি মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম - MS DOS
৯৯। ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় - ডিস্কের ফাইলগুলোকে পূনর্বিন্যস্ত করতে
১০০। কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? - google.com
১০১। কম্পিউটার নেটওয়ার্কে OST মডেমের স্তর কয়টি? - ৭
১০২। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? - অপটিকাল ফাইবার
১০৩। ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি? - POP3
১০৪। কোনটি সঠিক নয়? - A.A'=1
১০৫। এক Word কত বিট বিশিষ্ট হয়? - ৮
.
#ENGLISH
.
১০৬। Select the correctly spelt word. Answer: heterogeneous
১০৭। 'Among' is a preposition that is used when____people are involved. Answer: more than two
১০৮। Which period is known as the “The golden age of English literature”? Answer: The Elizabethan age
১০৯। Which one is the correct indirect narration?
'Why have you beaten my dog' he said to me.
Answer: He demanded of me why I had beaten his dog.
১১০। Which word is closest in meaning to “Franchise”? Answer: Privilege
১১১। ‘Once in a blue moon’ means. Answer: very rarely.
১১২। ‘Jacobean Period’ of English Literature refers to. Answer: 1603-1625.
১১৩। A '#retired' officer lives next door. Here the underlined word is used as a/an. Answer: participle.
১১৪। Choose the appropriate preposition in the blank of the following sentence:
Eight men were concerned____the plot. Answer: with
১১৫। Fill in the gap with the right tense:
When the water____it turns into ice. Answer: freezes
১১৬। Which one is the correct antonym of ‘frugal’? Answer: spendthrift
১১৭। Choose the meaning of the idiom:
'Take the bull by the horse’ means. Answer: To challenge the enemy with courage
১১৮। Fill in the blank with the correct quantifier:
I still have ___ money. Answer: a little
১১৯। Select the right compound structure of the sentence:
“Though he is poor, he is honest”.
Answer: He is poor but honest
১২০। Where do the following lines occur in?
“Alone, alone, all, all alone….”
Answer: The Rime of the Ancient Mariner.
১২১। “For God’s sake hold your tongue and let me love”. The line is written by-
Answer: John Donne
১২২। Fill in the blank:
Tourists____their reservations well in advance if they want to fly to Cox’s Bazar.
Answer: had better get
১২৩। The sun went '#down'. The underlined word used here as a/an:
Answer: adverb
১২৪। Who is the author of ‘Man and Superman’.
Answer: G.B. Shaw
১২৫। The most famous satirist in English literature is—Answer: Jonathan Swift
১২৬। What is the plural form of the word ‘louse’? Answer: lice
১২৭। Choose the correct sentence.
Answer: He refrained from taking any drastic action.
১২৮। Which one of the following words is in singular form? Answer: radius
১২৯। Identity the right Passive voice of “It is impossible to do this.”
Answer: This can't be done.
১৩০। Of the following authors, Who wrote as epic?
Answer: John Milton
১৩১। The literary term ‘euphemism’ means.
Answer: wise saying
১৩২। Mutton is a/an:
Answer: Material noun
১৩৩। '#Reading' is an excellent habit. The underlined word is a/an:
Answer: Gerund
১৩৪। Which of the following words is an example of a distributive pronoun.
Answer: either
১৩৫। Who is not Victorian poet?
Answer: Alexander Pope
১৩৬। A speech of too many words is called-
Answer: A verbose speech
১৩৭। ‘Strike while the iron is hot’ is an example of-
Answer: Adverbial clause
১৩৮। The play ‘The Spanish Tragedy’ is written by-
Answer: Thomas Kyd
১৩৯। Famous Indian famous novelist.
Answer: R. K. Narayan
১৪০। The word ‘Panegyric’ means.
Answer: elaborate praise.
.
#আন্তর্জাতিক_বিষয়াবলি
.
১৪১। 'Imperialism is the highest stage of capitalism' বইটি কার লেখা - ভি.আই.লেনিন
১৪২। প্রাকৃতিক আইনের উদ্ভব হয়:
- থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
১৪৩। ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলী নের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? - মন্ট্রিল প্রটোকল
১৪৪। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - কাতারে
১৪৫। ইসলামী সহযোগীতা সংস্থা (ও.আই.সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে - ৩ (আরবি+ইংরেজি+ফ্রেন্স)
১৪৬। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হলো - নব্য মার্কসবাদ
১৪৭। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) এর জনপ্রিয় নাম কি - তারকা যুদ্ধ
১৪৮। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্হিত দেশকে বলা হয় - বাফার রাষ্ট্র
১৪৯। পিংপং এর অর্থ হচ্ছে - টেবিল টেনিস
১৫০। বেল্ট এন্ড রোড ইনিসিয়েটিভ এর প্রস্তাব করেছে - চীন
১৫১। কোনটি জাতিসংঘের সহযোগী সদস্য নয় - ASEAN (আশিয়ান)
১৫২। সার্কের সদরদপ্তর কোথায়? - কাঠমাণ্ডু
১৫৩। ১৯৯৫ সালটিকে কোন সংস্থার গোল্ডেন জুবেলি হিসেবে পালিত হচ্ছে - জাতিসংঘ
১৫৪। নিম্মের কোন কার্যক্রমের সাথে অ্যামেনেস্টি ইন্টারন্যাশন্যাল যুক্ত? - মানবাধিকার সংগঠন
১৫৫। UNHCR সদরদপ্তর কোথায়? - জেনেভা
১৫৬। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? - ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
১৫৭। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক #জাতি অংশগ্রহন করে - ১৬৮ [১৯৬টি দেশ]
১৫৮। মায়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় - ১৯৮২ সালে
১৫৯। গুয়াম এর গভর্নরের নাম হচ্ছে - এ্যডি ক্যালভো
১৬০। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন - ভি.আই.লেলিন


#ভূগোল_পরিবেশ_ও_জলবায়ু

১৭৬। 'পলল পাখা' জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে - পাহাড়ের পাদদেশে
১৭৭। "সেন্দাই-ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০" হচ্ছে একটি - জাপানের উন্নয়ন কৌশল
১৭৮। আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? - তুন্দ্রা
১৭৯। কোনটি জলবায়ুর উপাদান নয়? - সমুদ্রস্রোত
১৮০। নিচের কোন ভৌগোলিক এলাকাটি 'রামসার সাইট' হিসেবে স্বীকৃত? -টাঙ্গুয়ার হাওড়
১৮১। কোনটি জলজ আবহাওয়াজনিত দূর্যোগ নয়? - ভূমিকম্প
১৮২। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পূরাতন ভূমিরূপ গঠিত হয় - টারশিয়ারী যুগে
১৮৩। বাংলাদেশের এফ.সি.ডি.আই প্রকল্পের উদ্দেশ্য - উপরের তিনটি (ক,খ,গ) >>বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন,পানি সেচ।
১৮৪। বাংলাদেশের জলবায়ু কী ধরনের? - ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
১৮৫। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? - গাজীপুর

 


No comments:

Post a Comment

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল আগামী মঙ্গলবার থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ...