Saturday, January 6, 2018

মুসলিম রাষ্ট্র বিষয়ক তথ্য



১) পৃথিবীর মোট রাষ্ট্র = ২২৮টি।

২) পৃথিবীর স্বাধীন রাষ্ট্র = ১৯৬টি।

৩) পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র = ৬৫টি।

৪) OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র= ৫৭টি।

৫) সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র = ‘কসোভা’ (ইউরোপ)।

৬) পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার = ২৬%।

৭) পৃথিবীর মুসলিম জনসংখ্যা = ১৪২কোটি।

৮) পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার হার = ২৩.১৮% ।

৯) জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র = ইন্দোনেশিয়া।

১০) জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র = মালদ্বীপ।

১১) জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম শহর = করাচী (পাকিস্তান)।

১২) মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি মুসলমান বাস করে = ভারতে (১৬%)

১৩) মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন মহাদেশের মুসলিম জনসংখ্যার শতকরা হার:

– এশিয়া- ২৪%

– ইউরোপ- ১%

– আফ্রিকা- ৫৯%

– উত্তর আমেরিকা- ১.৫%

– দক্ষিণ আমেরিকা- ০.৫০%


No comments:

Post a Comment

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল আগামী মঙ্গলবার থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ...