Tuesday, May 22, 2018

বঙ্গবন্ধু

"মাওলানা ভাসানী তখন দলের সভাপতি। সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানকে তিনি পথের খরচ হিসেবে আট আনা দিয়ে নারায়ণগঞ্জ পাঠিয়েছিলেন। বঙ্গবন্ধু সারাদিন পরে ফিরে এসে সেই আট আনা ফেরত দিলেন। ভাসানী জিজ্ঞেস করলেন 'তুমি যাওনি?' উত্তরে বঙ্গবন্ধু  বললেন ' সাইকেলে গিয়েছি।'

এজন্যই আর কেউ বঙ্গবন্ধু হতে পারেনি, পারবেও না।"

No comments:

Post a Comment

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল আগামী মঙ্গলবার থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ...