Sunday, August 26, 2018

নতুন বই মানে কী?


কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া বলেন, ‘সবাই শুধু নতুন বই খোঁজে। নতুন বই মানে কী? আমি মনে করি, যে বইটি পড়া হয়নি, সেটিও নতুন বই। বহু আগে প্রকাশিত বইটিও নতুন, যদি তা পড়া না হয়। শুধু এ বছরের প্রকাশিত বই নয়, অন্যান্য সময়ের বইও কেনা উচিত, পড়া উচিত বলে মনে করি।’


No comments:

Post a Comment

দুইটি স্টেশন এর নাম পরিবর্তন হয়েছে

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশন যথাক্রমে অ্যাডভোকেট মতিউর রহমান এবং বী.মু.সি.ই. এর নাম পরিব...