Sunday, August 26, 2018

নতুন বই মানে কী?


কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া বলেন, ‘সবাই শুধু নতুন বই খোঁজে। নতুন বই মানে কী? আমি মনে করি, যে বইটি পড়া হয়নি, সেটিও নতুন বই। বহু আগে প্রকাশিত বইটিও নতুন, যদি তা পড়া না হয়। শুধু এ বছরের প্রকাশিত বই নয়, অন্যান্য সময়ের বইও কেনা উচিত, পড়া উচিত বলে মনে করি।’


No comments:

Post a Comment

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল আগামী মঙ্গলবার থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ...