Wednesday, September 19, 2018

Sony & Samsung

কখনো ইচ্ছে হয়েছে কি, Sony বা Samsung এই দুটো শব্দের মানে কী? জানা আছে কি আপনার? যদি জানা না থাকে, তাহলে জেনে নিন। অন্যকে বলতে পারবেন। Sony এই লাতিন শব্দের ইংরেজি মানে হল সাউন্ড। আর Samsung এই শব্দের মানে হল তিন তারা। Sam শব্দের অর্থ হল তিন। আর Sung শব্দের অর্থ হল তারা। কী কেমন লাগছে এবার জেনে? বন্ধুদের শেয়ার করুন।

এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

No comments:

Post a Comment

বটগাছের বীজ মাটিতে পড়লেই চারা হয় না

বট,অশত্থ এই ধরনের গাছের ফল পাখিরা খেলে পাখির পাকস্থলীতে কয়েক ঘন্টা থাকার পর( নির্দিষ্ট তাপমাত্রায় ও উৎসেচকের উপস্থিতিতে ) ওই বীজ অঙ্কুরোদগমে...