Wednesday, November 7, 2018
TRAVEL TAX ACT (ভ্রমণ কর আইন)
ভ্রমণ কর আইন, ২০০৩
(২০০৩
সনের ৫ নং আইন)
বাংলাদেশ হইতে
আকাশ, স্থল কিংবা জল পথে অন্য
কোন দেশে যে কোন যাত্রীর গমনের ক্ষেত্রে ভ্রমণ কর আরোপ ও আদায় করিবার লক্ষে প্রণীত
আইন।
যেহেতু বাংলাদেশ
হইতে আকাশ, স্থল কিংবা জল পথে অন্য কোন দেশে গমনের ক্ষেত্রে ভ্রমণ কর আরোপ ও আদায়
করিবার লক্ষে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা
নিম্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত
শিরোনামা:
১।
এই আইন ভ্রমণ কর আইন, ২০০৩ নামে অভিহিত হইবে।
এই আইন ভ্রমণ কর আইন, ২০০৩ নামে অভিহিত হইবে।
সংজ্ঞা: ২।
বিষয় বা
প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
- [(ক)“ভ্রমণ কর” অর্থ ধারা ৩এর অধীন আরোপ ও আদায়যোগ্য ভ্রমণ কর ও জরিমানা;]
- (খ) “জাতীয় রাজস্ব বোর্ড” অর্থ The National Board of Revenue Order, 1972 (P.O. No. 76 of 1972), এর section 3 এর অধীন গঠিত National Board of Revenue.
- (গ) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান বিধি দ্বারা নির্ধারিত;
- [***]
- (ঘ) “সার্ক” অর্থ South Asian Association for Regional Co-operation(SAARC); এবং
- (ঙ) “যাত্রী” অর্থ বাংলাদেশ হইতে অন্য কোন দেশে গমনকারী যে কোন ব্যক্তি;
- [(চ) “ভ্রমণ কর কর্তৃপক্ষ” অর্থ ভ্রমণ কর আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত Income-Tax Ordinance, 1984 (XXXVI of 1984 ) এর section 2 এর clause (19) এবং clause (36) এ বর্ণিত Commissioner of Taxes এবং Inspecting Joint Commissioner of Taxes]|
ভ্রমণ কর: ৩।
- (১) বাংলাদেশ হইতে আকাশ, স্থলকিংবা জল পথে অন্য কোন দেশে গমনের ক্ষেত্রে যাত্রী প্রতি সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ভ্রমণ কর আরোপ ও আদায় করা যাইবে।
- (২) সরকার, বিধি দ্বারা ভ্রমণ করের হার নির্ধারণ করিতে পারিবে।
- (৩) উপ-ধারা (২)এর অধীন ভ্রমণ করের হার নির্ধারিত না হওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীর নিকট হইতে নিম্ন উলিস্নখিত হারে ভ্রমণ কর আরোপ ও আদায় করা হইবে যথা:-
- (ক) উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দূর প্রাচ্যের কোন দেশে আকাশ পথে গমনের ক্ষেত্রেদুই হাজার পাঁচ শত টাকা;
- (খ) সার্কভুক্ত কোন দেশে আকাশ পথে গমনের ক্ষেত্রেআট শত টাকা;
- (গ) উপ-ধারা (ক) ও (খ) এ উলিস্নখিত দেশসমূহ ব্যতীত অন্য কোন দেশে আকাশ পথে গমনের ক্ষেত্রেএক হাজার আট শত টাকা;
- (ঘ) যে কোন দেশে স্থলপথে গমনের ক্ষেত্রে পাঁচ শত টাকা;
- (ঙ) যে কোন দেশে জল পথে গমনের ক্ষেত্রেআট শত টাকা; এবং
- (চ) বারো বৎসর পর্যন্ত বয়সের যাত্রীদের ক্ষেত্রেউপ-ধারা (ক),(খ),(গ), (ঘ) এবং (ঙ)তে উলিস্নখিত হারের অর্ধেক হারে।]
- (৪) ভ্রমণ কর আদায়ের পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
- [(৫) উপ-ধারা (৪)এর অধীন নির্ধারিত পদ্ধতিতে আদায়কৃত ভ্রমণ কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারী কোষাগারে জমা প্রদান করিতে হইবে।
- (৬) ভ্রমণ কর আদায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সংস্থা আদায়কৃত ভ্রমণ কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারী কোষাগারে জমা প্রদান করিতে ব্যর্থ হইলে, যেই পরিমাণ ভ্রমন কর সরকারী কোষাগারে জমা প্রদান ব্যর্থ হইবে সেই পরিমাণ ভ্রমন কর এবং উহার উপর মাসিক শতকরা দুই শতাংশ হারে [জরিমান] উক্ত ব্যক্তি বা সংস্থার নিকট হইতে আদায়যোগ্য হইবে।]
- [(৭) উপ-ধারা (৬) এর অধীন আদেশের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা সংস্থা আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের নিকট উহা পুনঃবিবেচনার জন্য আবেদন করিতে পারিবেন।
- (৮) উপ-ধারা (৭)এর অধীন আবেদন পত্র প্রাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উহা নিস্পত্তি করিবে এবং এই ক্ষেত্রেজাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তই চুড়ান্ত বলিয়া বিবেচিত হইবে।]
আদায়: ৩ক।
[ আদায়কৃত ভ্রমণ কর ধারা ৩ এর উপ-ধারা (৫) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে
সরকারী কোষাগারে জমা প্রদান করিতে ব্যর্থ হইলে ভ্রমণ কর কর্তৃক্ষ-
- (ক) সংশিস্নষ্ট ব্যক্তি বা সংস্থার ব্যাংক হিসাব জব্দ করিতে পারিবেন;
- (খ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে সংশিস্নষ্ট বিমান সংস্থার বিমান বাংলাদেশ হইতে উড্ডয়ন কার্যক্রম বন্ধ করিবার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করিতে পারিবেন;
- (গ) সংশিস্নষ্ট বিমান সংস্থার যে কোন অর্থ বাংলাদেশের বাহিরে প্রত্যর্পণ বন্ধ করিবার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন;
- (ঘ) Income-tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর section 143 তে উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবে।
অব্যাহতি: ৪।
- (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন ব্যক্তি বা ব্যক্তি শ্রেণীকে এই আইনের অধীন প্রদেয় ভ্রমণ কর হইতে অব্যহতি প্রদান করিতে পারিবে।
- (২) ধারা ৩এ যাহাই থাকুক না কেন, নিম্নশ্রেণীভুক্ত যাত্রীগণ এই আইনের অধীন প্রদেয় ভ্রমণ কর প্রদান হইতে অব্যাহতি পাইবেন, যথা;-
- [(ক) পাঁচ বৎসর বা তাহার চেয়ে কম বয়সের কোন যাত্রী;]
- (খ) ক্যান্সার আক্রান্ত রোগী;
- (গ) অন্ধ ব্যক্তি;
- (ঘ) ষ্ট্রাচার ব্যবহারকারী পঙ্গু ব্যক্তি;
- (ঙ) বিমানে কর্তব্যরত ক্রু এর সদস্য;
- (চ) বাংলাদেশে অবসি’ত কূটনীতিক মিশনের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন সদস্য ও তাহাদের পরিবারের সদস্যগণ;
- (ছ) জাতিসংঘের কর্মকর্তা ও তাঁহাদের পরিবারের সদস্যগণ;
- (জ) হজ্ব ও ওমরা পালনের জন্য সৌদি আরব গমনকারী ব্যক্তি;
- (ঝ) বাংলাদেশের ভিসাবিহীন ট্রানজিট যাত্রী যাহারা বাহাত্তর ঘণ্টার বেশী সময় বাংলাদেশে অবস্থান করিবেন না; এবং
- (ঞ) যে কোন বিমান সংস্থায় কর্মরত বাংলাদেশী নাগরিক যিনি বিনা ভাড়ায় অথবা হ্রাসকৃত ভাড়ায় বিদেশ গমন করিবেন।
বিধি প্রণয়নের
ক্ষমতা: ৫।
সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন
দ্বারা, এই আইনের বিধানাবলীর উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন
করিতে পারিবে।
প্রবিধান
প্রণয়নের ক্ষমতা: ৬।
জাতীয় রাজস্ব
বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন
দ্বারা, এই আইন বা কোন বিধির বিধানের সহিত অসামঞ্জস্য না হয় এইরূপ
প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।
Act No. XXXIII
of 1980 এর section 12 এর বিলুপ্তি ও হেফাজত:
৭।
- (১) Finance Act, 1980 (Act No. XXIII of 1980) এর section 12 বিলুপ্ত হইবে।
- (২) উক্ত সেকশন বিলুপ্তির অব্যবহিত পূর্বে উক্ত সেকশনএর অধীন প্রণীত বিধি এইরূপে বলবত্ থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রণীত হইয়াছে।
ইংরেজী অনূদিত
পাঠ প্রকাশ: ৮।
এই আইন
প্রবর্তনের পর সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজীতে
অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ প্রকাশ করিবে, যাহা এই আইনের অনুমোদিত
ইংরেজী পাঠ (Authentic English Text) নামে অভিহিত হইবে;
Subscribe to:
Posts (Atom)
ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস
ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল আগামী মঙ্গলবার থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ...
-
Q: How can I tell if a mobile number belongs to STC, Mobily or Zain? • STC numbers begin with 050, 053 and 055; • Mobily numbers beg...
-
Type: TR<space>Train No and Send To 16318 To Track Your Train Mail/Express Trains From Joydebpur