Sunday, May 19, 2019

মোবাইল ব‌্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়ল

এখন একজন গ্রাহক তার অ‌্যাকাউন্টে দিনে পাঁচ বারে ৩০ হাজার টাকা ক‌্যাশ ইন বা জমা করতে পারবেন। আর মাসে ২৫ বারে সর্বোচ্চ দুই লাখ টাকা ক‌্যাশ ইন করা যাবে।
একইসঙ্গে দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক‌্যাশ আউট করা যাবে। মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে ।

রোববার (১৯শে মে ২০১৯) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে মোবাইল ব‌্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা জানানো হয়েছে।

No comments:

Post a Comment

কাবার দরজায় কী লেখা আছে

  কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন তসবি খচিত রয়েছে। ক্যালিগ্রাফিখচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের জ...