Friday, July 15, 2022

"পায়ের তলায় সর্ষে" অর্থ কী ?

"পায়ের তলায় সর্ষে" আসলে একটি বাগধারা। অর্থ হলো ঘুরে বেড়ানো।

ভ্রমণের সাথে সর্ষের কোনো সম্পর্ক নেই।  

সর্ষের দানা বেশ কিছু প‍রিমাণে মাটিতে ঢেলে দিয়ে তার ওপর দাঁড়িয়ে থাকা কঠিন। ওই শক্ত, নিরেট অথচ উপরিতল মসৃণ দানাগুলি খুব সহজেই আপনার পা হড়কে দেবে। এক জায়গায় পা ধরে রাখা মুশকিল। উপরোক্ত বাগধারার মাধ‍্যমে এমন ব‍্যক্তির কথা বলা হচ্ছে যিনি বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারেন না। এ বৈশিষ্ট‍্য একজন ভ্রমণপিপাসু মানুষের। যিনি শুধু এদিক-ওদিক ঘুরে বেড়ান।

তাই ভ্রমণপিপাসু মানুষের কথা হলে "পায়ের তলায় সর্ষে" কথাটি ব‍্যবহার হয়ে থাকে।
-------------------------------------------------------------------------------------------------------------------------

‘পায়ের তলায় সর্ষে’ বাক্যটির অর্থ হলো ঘুরে বেড়ানো। যার পায়ের নিচে সর্ষে সে দাঁড়িয়ে থাকতে পারে না। ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণকাহিনির সংকলনের নাম- ‘পায়ের তলায় সর্ষে’। তিনি খুব বেড়াতে পছন্দ করেন। বছরের ছয় মাসই থাকেন দেশের বাইরে। আমি অনেক চিন্তা-ভাবনা করে বের করেছি আমার পায়ের নিচে সর্ষে নেই। আমার ভালো লাগে অতি পরিচিত গণ্ডি এবং পরিবেশে নিজেকে আটকে রাখতে। কাজেই আমার পায়ের নিচে সর্ষে নেই, আছে খড়ম। বউলাওয়ালা খড়ম, যা পায়ে নিয়ে হাঁটা একটি কষ্টকর প্রক্রিয়া। আমার ভ্রমণকাহিনির নাম এই কারণেই ‘পায়ের তলায় খড়ম’। 

হুমায়ূন আহমেদ জ্যামাইকা, নিউইয়র্ক

No comments:

Post a Comment

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল আগামী মঙ্গলবার থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ...