Thursday, September 12, 2024

সংখ্যার জাদু

আপনি মনে মনে ৩ অঙ্কের একটি সংখ্যা ধরুন। যার প্রতিটি অঙ্ক একই( যেমন ১১১, ৪৪৪) ।

অঙ্ক তিনটি আলাদা ভাবে যোগ করুন, যোগফল মনে রাখুন

এবার আপনার সংখ্যাটিকে আপনার মনে রাখা যোগফল দিয়ে ভাগ করুন।

আপনার উত্তর/ভাগফল হচ্ছে ৩৭।


এবার ১ থেকে ২০এর মধ্যে একটি সংখ্যা মনে মনে ধরুন

আপনার ধরা সংখ্যাটির সাথে ১ যোগ করুন

এবার সেই যোগফলকে দ্বিগুন করুন (মানে দুই দিয়ে গুন করুন)

দ্বিগুন করা সংখ্যার সাথে ৪ যোগ করুন

এবার যোগফলকে দুই দিয়ে ভাগ করুন

আপনার শুরুর নাম্বার টিকে আগের ধাপে পাওয়া সংখ্যা থেকে বিয়োগ করুন

আপনার বিয়োগফল হচ্ছে ৩।


যে কোন একটি নাম্বার কল্পনা করুন

সংখ্যাটিকে ৩ দিয়ে গুন করুন

এবার গুনফলের সাথে ৬ যোগ করুন

এখন এই যোগফল থেকে আপনার কল্পনা করা সংখ্যাটি বিয়োগ করুন

আপনার বিয়োগফল হচ্ছে ২,


১ থেকে ১০ এর মধ্যে একটি সংখ্যা ধরুন

সংখ্যাটিকে ৯ দিয়ে গুন করুন

সংখ্যার অঙ্কগুলি যোগ করুন

এবার যোগফলের সাথে ৪ যোগ করুন

আপনার ফলাফল ১৩ :) 




No comments:

Post a Comment

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল আগামী মঙ্গলবার থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ...