Tuesday, February 25, 2025

দুইটি স্টেশন এর নাম পরিবর্তন হয়েছে

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশন যথাক্রমে অ্যাডভোকেট মতিউর রহমান এবং বী.মু.সি.ই. এর নাম পরিবর্তন হয়েছে।

তাই আপনাকে অ্যাডভোকেট মতিউর রহমান (Adv. Motiur Rahman) এর পরিবর্তে জগন্নাথগঞ্জ বাজার (Jagannathgonj_Bazar) এবং বী.মু.সি.ই. (B Sirajul Islam) এর পরিবর্তে পঞ্চগড় (Panchagarh) দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকেট ক্রয়ের জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।

Source: https://eticket.railway.gov.bd/

 

 

No comments:

Post a Comment

কাবার দরজায় কী লেখা আছে

  কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন তসবি খচিত রয়েছে। ক্যালিগ্রাফিখচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের জ...