মুহররম মাসের
দশম দিন ইসলামে বিশেষ মর্যাদাসম্পন্ন একটি দিন, কারণ এই দিনে ইসলাম ধর্মমতে অনেক ঘটনার
অবতারণা হয়েছে। বিভিন্ন ঘটনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- এই দিনে প্রথম মানব আদি পিতা হযরত আদম [আ.]-কে সৃষ্টি করেন ঈশ্বর (আল্লাহ)।
- হযরত আদম [আ.]-কে এদিনেই স্বর্গ বা বেহেশতে স্থান দেয়া হয়, এবং পরবর্তীতে এই দিনেই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাঁকে প্রতিনিধি মনোনীত করেছেন।
- হযরত নূহ [আ.]-এর সময়কালে এই দিনে মহাপ্লাবন হয়।
- হযরত ইব্রাহীম [আ.] জন্ম নেন এই দিনে, এবং হযরত মুসা আঃ ও তার বাহিনী ফেরাউনের কবল থেকে উদ্ধার পানও এই দিনে
- হযরত মুসা [আ.] সমসাময়িক ফেরাউনকে আল্লাহ এই দিনে নীল নদের পানিতে ডুবিয়ে মারেন।
- হযরত ইউনুছ [আ.] মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে।
- হযরত আইয়ূব [আ.] রোগ মুক্তি পান এই দিনে।
- হযরত ঈসা [আ.] (খ্রিস্টধর্মমতে যিশু) এই দিনে জন্ম নেন এবং পরবর্তিতে তাঁকে সশরীরে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নেয়া হয় এই দিনে।
- হযরত মুহাম্মদ-এর [স.] দৌহিত্র ইমাম হুসাইন [রা.] এই দিন কারবালার ময়দানে ইয়েজিদের হাতে মৃত্যুবরণ করেন।
No comments:
Post a Comment