Monday, February 4, 2019

ভাষা আন্দোলনে প্রথম শহীদ


১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীতে ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন, আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ। 
দ্বিতীয় শহীদ হন আব্দুল জব্বার ২১শে ফেব্রুয়ারী ১৯৫২ সালে। ২২শে ফেব্রুয়ারী ১৯৫২ সালে শহীদ হন শফিউর রহমান আর পুলিশ বাহিনীর ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শহীদ হন আব্দুল আউয়াল এবং ৮ বছরের বালক অহিউল্লাহ। ৭ই এপ্রিল ১৯৫২ সালে শহীদ হন আব্দুস সালাম।


No comments:

Post a Comment

ভুলোমনা কাজী মোতাহার হোসেন

কাজী নজরুল ইসলাম ঢাকায় আসেন। থাকবেন কোথায়, আড্ডায়ই–বা জমবে কোনখানে? কেন, কাজী মোতাহার হোসেন আছেন না! দিনভর আড্ডা চলে কবি আর শিক্ষকে। সঙ্গে দ...