Showing posts with label Country. Show all posts
Showing posts with label Country. Show all posts

Tuesday, June 23, 2020

চীনের প্রতিবেশী দেশ ১৪ টি

চীনের সঙ্গে ১৪ টি দেশের ২২,১১৭ কিলোমিটার স্থলসীমা রয়েছে যা বিশ্বে দীর্ঘতম স্থলসীমা। আসুন জেনে নেই চীনের সঙ্গে কাদের সীমানা রয়েছে।

মঙ্গোলিয়া
চীনের দীর্ঘতম সীমানা রয়েছে মঙ্গোলিয়ার সঙ্গে (৪,৬৭৭ কিলোমিটার)৷ স্থলসীমায় আবদ্ধ মঙ্গোলিয়ার আরেক প্রতিবেশী দেশ হলো রাশিয়া৷ অতীতে বিরোধপূর্ণ ইতিহাস থাকলেও চীন বা রাশিয়ার সঙ্গে এখন সীমানা নিয়ে কোনো বিরোধ নেই মঙ্গোলিয়ার৷ 
রাশিয়া
রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দীর্ঘতম((৩,৬৪৫ কিলোমিটার)) সীমানা রয়েছে চীনের৷ তেমন বড় কোনো বিরোধ নেই৷  
ভারত
ভারতের সঙ্গে চীনের যৌথ সীমানা তিন হাজার ৩৮০ কিলোমিটারের৷ এর মধ্যে তিনটি অংশ জুড়ে বিরোধ রয়েছে৷ সম্প্রতি লাদাখে সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে তা হলো পূর্ব অংশের সীমানায়৷ এছাড়া নেপাল ও ভুটানের সীমানা রয়েছে মাঝখানে৷ 
মিয়ানমার
বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে চতুর্থ বৃহত্তম সীমানা রয়েছে চীনের, প্রায় দুই হাজার ১৮৫ কিলোমিটারের৷ অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্বে মিয়ানমারও রয়েছে৷ কারণ, সে অংশে তাদেরও সীমানা রয়েছে৷
কাজাখস্তান
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের সঙ্গে চীনের সীমান্ত এলাকা প্রায় দেড় হাজার কিলোমিটার (১,৫৩৩ কিমি) দীর্ঘ৷ সীমানা বিরোধ বলতে তেমন কিছু নেই৷ 
উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া ও চীনের যৌথ সীমানার দৈর্ঘ্য এক হাজার ৪১৬ কিলোমটার৷ পায়েকতু পর্বত ও জিয়ানদাও এলাকা নিয়ে দ্বন্দ্ব আছে দু’দেশের৷ 
কিরগিস্তান
মধ্য এশিয়ার আরেক দেশ কিরগিস্তানের সঙ্গে ৮৫৮ কিলোমিটারের সীমানা রয়েছে চীনের৷ 
ভিয়েতনাম 
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের সঙ্গে চীনের সীমানা রয়েছে এক হাজার ২৮৩ কিলোমিটারের৷ 

পাকিস্তান
পাকিস্তানের সঙ্গে চীনের ৫২৪ কিলোমিটারের সীমানা৷ ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির ওপর নির্ভর করছে চীনের সঙ্গে পাকিস্তানের সীমানা বিরোধের অবস্থা৷ 
ভুটান
দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের সঙ্গে ৪৭০ কিলোমিটারের সীমানা রয়েছে চীনের৷ এর মধ্যে কিছু অংশ নিয়ে বিরোধও আছে৷ ভারতের সঙ্গে চীনের সীমানা বিরোধের জেরও টানতে হচ্ছে ভুটানের৷ 
নেপাল
নেপালের সঙ্গেও চীনের সীমানা রয়েছে৷ এর দৈর্ঘ্য এক হাজার ৪৪০ কিলোমিটার৷ কালাপানি এলাকায় নেপাল ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে৷ 
লাওস
চীন ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশ লাওসের মধ্যকার সীমানা প্রায় ৪২৩ কিলোমিটার দীর্ঘ৷ 
তাজিকিস্তান
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের সঙ্গে চীনের সীমানার দৈর্ঘ্য ৪১৪ কিলোমিটার৷
আফগানিস্তান
আফগানিস্তানের সঙ্গে সবচেয়ে কম এলাকার সীমানা রয়েছে চীনের৷ মাত্র ৭৬ কিলোমিটারের৷ 

Saturday, January 6, 2018

মুসলিম রাষ্ট্র বিষয়ক তথ্য



১) পৃথিবীর মোট রাষ্ট্র = ২২৮টি।

২) পৃথিবীর স্বাধীন রাষ্ট্র = ১৯৬টি।

৩) পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র = ৬৫টি।

৪) OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র= ৫৭টি।

৫) সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র = ‘কসোভা’ (ইউরোপ)।

৬) পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার = ২৬%।

৭) পৃথিবীর মুসলিম জনসংখ্যা = ১৪২কোটি।

৮) পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার হার = ২৩.১৮% ।

৯) জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র = ইন্দোনেশিয়া।

১০) জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র = মালদ্বীপ।

১১) জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম শহর = করাচী (পাকিস্তান)।

১২) মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি মুসলমান বাস করে = ভারতে (১৬%)

১৩) মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন মহাদেশের মুসলিম জনসংখ্যার শতকরা হার:

– এশিয়া- ২৪%

– ইউরোপ- ১%

– আফ্রিকা- ৫৯%

– উত্তর আমেরিকা- ১.৫%

– দক্ষিণ আমেরিকা- ০.৫০%


কাবার দরজায় কী লেখা আছে

  কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন তসবি খচিত রয়েছে। ক্যালিগ্রাফিখচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের জ...