Sunday, February 27, 2022
Wednesday, March 17, 2021
বিশ্ব পাই(π ) দিবস
বিশ্ব পাই দিবস
π এর আসন্ন মান ৩.১৪ দিয়ে শুরু বলে প্রতি বছর মার্চ ১৪ (৩/১৪) পাই দিবস হিসাবে পালিত হয়।
দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে ধরা হয় পাই সেকেন্ড। পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা সম্ভব হয়।
Wednesday, March 3, 2021
যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট
সুতরাং পূর্ণ দৃঢ়তার সাথে উম্মুল মুমিনীন আয়েশা রাযিয়াল্লাহু আনহার ঐ কথার উপর আমল
করা আবশ্যক, যা তিনি মুআবীয়া রাযিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। তিনি বলেছিলেনঃ
‘‘যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করে, তার জন্য মানুষের মুকাবেলায়
আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আললাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করে
মানুষেরা আল্লাহর মুকাবেলায় তার কোনো উপকারে আসবেনা’’।
আয়েশা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
‘‘যে ব্যক্তি মানুষকে নারাজ করে আল্লাহর সন্তুষ্টি চায়, তার উপর আললাহ সন্তুষ্ট থাকেন,
আর মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে
মানুষের সন্তুষ্টি চায়, তার উপর আল্লাহও অসন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট
করে দেন। ইমাম ইবনে হিববান তার সহীহ কিতাবে হাদীছটি বর্ণনা করেছেন।
‘‘যে ব্যক্তি মানুষকে নারাজ করে আল্লাহর সন্তুষ্টি চায়, তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন,
আর মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে
মানুষের সন্তুষ্টি চায়, মানুষের মধ্য হতে তার প্রশংসাকারীরাই তার নিন্দুকে পরিণত হয়।
‘‘আর যে আল্লাহ্কে ভয় করে, আল্লাহ্ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত
জায়গা থেকে রিযিক প্রদান করেন’’। (সূরা তালাকঃ ২-৩) কোনো সন্দেহ নেই যে, আল্লাহ তাআলাই
তাঁর বান্দাদের জন্য যথেষ্ট। যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে নারাজ
করবে, বান্দারা আল্লাহর মুকাবেলায় তার কোনো উপকারে আসবেনা।
দোয়া প্রসঙ্গে স্বয়ং আল্লাহতায়ালা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি
তোমাদের ডাকে সাড়া দেবো। ’ –সূরা মুমিন: ৬০
হাদিস শরিফে আছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর
কাছে দোয়ার চেয়ে প্রিয় কোনো কিছু নেই। -তিরমিজি শরিফ
অন্য হাদিসে আছে, যে আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হন।
আরেক হাদিসে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর
কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। কেননা তিনি তার কাছে কিছু চাওয়াকে পছন্দ করেন।
পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আর যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য
যথেষ্ট।’ (সুরা : তালাক, আয়াত : ৩)
হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা
যদি প্রকৃতভাবেই আল্লাহ তাআলার ওপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া
হয় সেভাবে তোমাদেরকেও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায়
ভরা পেটে ফিরে আসে। (তিরমিজি, হাদিস : ২৩৪৪)
কখনো কখনো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে অসন্তুষ্ট করতে হয়। মানুষের জীবনে এমন
পরিস্থিতি চলে আসে যে এই মুহূর্তে পরিবার বা আশপাশের মানুষকে খুশি করতে গেলে আল্লাহর
নিষেধ করা কোনো কাজ করতে হবে। যারা এমন মুহূর্তগুলোতে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য
দিতে পারে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে
ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও, মানুষের
দুঃখ-কষ্ট হতে বাঁচানোর জন্য আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। (তিরমিজি, হাদিস
: ২৪১৪)
হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় উপনীত হয়ে
সাতবার বলে, উচ্চারণ : ‘হাসবিয়াল্লাহু লা-ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া
রাব্বুল আরশিল আজিম।’ অর্থ—‘আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি
তাঁর ওপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব।’ আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত
করে তার বিরুদ্ধে, চাই যেন সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন। (আবু দাউদ,
হাদিস : ৫০৮১)
Sunday, February 28, 2021
মজার কিছু ঘটনা!
ক্যান্সারের চিকিৎসা করাতে হুমায়ূন আহমেদ তখন আমেরিকায়। অসুস্থতার কথা ভুলে থাকার জন্য নিজেকে ব্যাস্ত রাখছেন। ওই উদ্দেশ্যে প্রচুর বই জোগাড় করলেন।
আমেরিকায় যে বাড়িতে উঠেছিলেন তার পাশেই একটি পাবলিক লাইব্রেরি ছিল, তিনি ওই লাইব্রেরির মেম্বারও হলেন। মেম্বার হয়ে হুমায়ূন আহমেদ মোটামুটি অবাক হলেন। তিনি দেখলেন বিদেশী লেখকদের বইয়ের থাকে তার নিজের লেখা অনেক বই!
হুমায়ূন আহমেদ কৌতুক করে লাইব্রেরিয়ানকে বললেন- আরে, এ বইগুলোতো আমার প্রিয় লেখকের বই!
লাইব্রেরিয়ান বললেন- তুমি যেহেতু মেম্বার হয়েছো, চাইলেই এই লেখকের একটি বই নিয়ে পড়তে পার। হুমায়ূন আহমদ তখন তার নিজের লেখা হিমুর একটি বই ইস্যু করে নিয়ে এলেন।
চট্টগ্রামের বক্সিরহাটে ডঃ ইউনূসের বাবার স্বর্ণের দোকান। দোকানের উপরের তলায় বাসা। ডঃ ইউনূসের দাদাও এই পেশাতেই ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে সংসারে অভাব চলছে। সন্তানদের লেখাপড়ার খবর নেওয়ার সাধ্য ডঃ ইউনূসের বাবার ছিল না। তাই পড়ার খোড়াক জোগাতে নিজস্ব কৌশল উদ্ভাবন করতে হত তাকে। বই ধার থেকে শুরু করে বই চুরি পর্যন্ত করতে হয়েছে তাকে পড়ার খোড়াক জোগাড়ের জন্য।
তখনকার আমলে কলকাতা থেকে প্রকাশিত শুকতারা পত্রিকাটি ছিল শিশুদের সবচেয়ে পছন্দের। পত্রিকায় নিয়মিত একটি প্রতিযোগীতা হতো, বিজয়ীদের নাম ঠিকানা পত্রিকার পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হত। নিয়ম ছিল এই প্রতিযোগীতায় বিজয়ী হলে ফ্রি পত্রিকার গ্রাহক হওয়া যায়।
ডঃ ইউনূস প্রতিযোগীতায় অংশ নিতেন না যার ফলে বিজয়ী হয়ে ফ্রি পত্রিকাও পেতেন না। তবে তিনি ফ্রি পত্রিকা পাওয়ার কৌশল অবলম্বন করলেন। বিজয়ী প্রতিযোগীদের যেই নাম প্রকাশিত হতো তার মধ্যে একজনের নাম বেছে নিয়ে একদিন সম্পাদককে লিখলেন-
'মাননীয় সম্পাদক,
আমি অমুক, একজন বিজয়ী প্রতিযোগী, আমাদের বাসা বদলানো হয়েছে, তাই আমাদের
ঠিকানা পরিবর্তন হয়েছে। এখন থেকে আমার নির্ধারিত ফ্রি পত্রিকার কপিটি
ডাকযোগে বক্সিরহাটে পাঠালে বাধিত হব। বাড়ির নাম্বার হলো....'
ড. ইউনুস এরপর থেকে নিয়মিত ফ্রি পত্রিকার কপি পেতেন। এবং প্রিয় শিশুতোষ পত্রিকা পাঠের মাধ্যমে জ্ঞান তৃষ্ণা মেটাতেন ।
source: rokomari.com
কাবার দরজায় কী লেখা আছে
কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন তসবি খচিত রয়েছে। ক্যালিগ্রাফিখচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের জ...

-
Q: How can I tell if a mobile number belongs to STC, Mobily or Zain? • STC numbers begin with 050, 053 and 055; • Mobily numbers beg...
-
Type: TR<space>Train No and Send To 16318 To Track Your Train Mail/Express Trains From Joydebpur