Sunday, February 28, 2021

মজার কিছু ঘটনা!


হুমায়ূন আহমেদ

ক্যান্সারের চিকিৎসা করাতে হুমায়ূন আহমেদ তখন আমেরিকায়। অসুস্থতার কথা ভুলে থাকার জন্য নিজেকে ব্যাস্ত রাখছেন। ওই উদ্দেশ্যে প্রচুর বই জোগাড় করলেন।

আমেরিকায় যে বাড়িতে উঠেছিলেন তার পাশেই একটি পাবলিক লাইব্রেরি ছিল, তিনি ওই লাইব্রেরির মেম্বারও হলেন। মেম্বার হয়ে হুমায়ূন আহমেদ মোটামুটি অবাক হলেন। তিনি দেখলেন বিদেশী লেখকদের বইয়ের থাকে তার নিজের লেখা অনেক বই!

হুমায়ূন আহমেদ কৌতুক করে লাইব্রেরিয়ানকে বললেন- আরে, এ বইগুলোতো আমার প্রিয় লেখকের বই!

লাইব্রেরিয়ান বললেন- তুমি যেহেতু মেম্বার হয়েছো, চাইলেই এই লেখকের একটি বই নিয়ে পড়তে পার। হুমায়ূন আহমদ তখন তার নিজের লেখা হিমুর একটি বই ইস্যু করে নিয়ে এলেন।

  

ডঃ মুহাম্মদ ইউনূস

চট্টগ্রামের বক্সিরহাটে ডঃ ইউনূসের বাবার স্বর্ণের দোকান। দোকানের উপরের তলায় বাসা। ডঃ ইউনূসের দাদাও এই পেশাতেই ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে সংসারে অভাব চলছে। সন্তানদের লেখাপড়ার খবর নেওয়ার সাধ্য ডঃ ইউনূসের বাবার ছিল না। তাই পড়ার খোড়াক জোগাতে নিজস্ব কৌশল উদ্ভাবন করতে হত তাকে। বই ধার থেকে শুরু করে বই চুরি পর্যন্ত করতে হয়েছে তাকে পড়ার খোড়াক জোগাড়ের জন্য।

তখনকার আমলে কলকাতা থেকে প্রকাশিত শুকতারা পত্রিকাটি ছিল শিশুদের সবচেয়ে পছন্দের। পত্রিকায় নিয়মিত একটি প্রতিযোগীতা হতো, বিজয়ীদের নাম ঠিকানা পত্রিকার পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হত। নিয়ম ছিল এই প্রতিযোগীতায় বিজয়ী হলে ফ্রি পত্রিকার গ্রাহক হওয়া যায়।

ডঃ ইউনূস প্রতিযোগীতায় অংশ নিতেন না যার ফলে বিজয়ী হয়ে ফ্রি পত্রিকাও পেতেন না। তবে তিনি ফ্রি পত্রিকা পাওয়ার কৌশল অবলম্বন করলেন। বিজয়ী প্রতিযোগীদের যেই নাম প্রকাশিত হতো তার মধ্যে একজনের নাম বেছে নিয়ে একদিন সম্পাদককে লিখলেন-

'মাননীয় সম্পাদক,
আমি অমুক, একজন বিজয়ী প্রতিযোগী, আমাদের বাসা বদলানো হয়েছে, তাই আমাদের ঠিকানা পরিবর্তন হয়েছে। এখন থেকে আমার নির্ধারিত ফ্রি পত্রিকার কপিটি ডাকযোগে বক্সিরহাটে পাঠালে বাধিত হব। বাড়ির নাম্বার হলো....'

ড. ইউনুস এরপর থেকে নিয়মিত ফ্রি পত্রিকার কপি পেতেন। এবং প্রিয় শিশুতোষ পত্রিকা পাঠের মাধ্যমে জ্ঞান তৃষ্ণা মেটাতেন ।

 

source: rokomari.com

Wednesday, October 28, 2020

How to remove frequent folders from Quick Access in Windows 10

 


Open File Explorer.
Click File -> Change folder and search options:
Under Privacy, untick Show recently used files in Quick Access: Click Apply and OK buttons.
Unpin all pinned folders from Frequent folders in Quick Access.

Tuesday, June 23, 2020

চীনের প্রতিবেশী দেশ ১৪ টি

চীনের সঙ্গে ১৪ টি দেশের ২২,১১৭ কিলোমিটার স্থলসীমা রয়েছে যা বিশ্বে দীর্ঘতম স্থলসীমা। আসুন জেনে নেই চীনের সঙ্গে কাদের সীমানা রয়েছে।

মঙ্গোলিয়া
চীনের দীর্ঘতম সীমানা রয়েছে মঙ্গোলিয়ার সঙ্গে (৪,৬৭৭ কিলোমিটার)৷ স্থলসীমায় আবদ্ধ মঙ্গোলিয়ার আরেক প্রতিবেশী দেশ হলো রাশিয়া৷ অতীতে বিরোধপূর্ণ ইতিহাস থাকলেও চীন বা রাশিয়ার সঙ্গে এখন সীমানা নিয়ে কোনো বিরোধ নেই মঙ্গোলিয়ার৷ 
রাশিয়া
রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দীর্ঘতম((৩,৬৪৫ কিলোমিটার)) সীমানা রয়েছে চীনের৷ তেমন বড় কোনো বিরোধ নেই৷  
ভারত
ভারতের সঙ্গে চীনের যৌথ সীমানা তিন হাজার ৩৮০ কিলোমিটারের৷ এর মধ্যে তিনটি অংশ জুড়ে বিরোধ রয়েছে৷ সম্প্রতি লাদাখে সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে তা হলো পূর্ব অংশের সীমানায়৷ এছাড়া নেপাল ও ভুটানের সীমানা রয়েছে মাঝখানে৷ 
মিয়ানমার
বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে চতুর্থ বৃহত্তম সীমানা রয়েছে চীনের, প্রায় দুই হাজার ১৮৫ কিলোমিটারের৷ অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্বে মিয়ানমারও রয়েছে৷ কারণ, সে অংশে তাদেরও সীমানা রয়েছে৷
কাজাখস্তান
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের সঙ্গে চীনের সীমান্ত এলাকা প্রায় দেড় হাজার কিলোমিটার (১,৫৩৩ কিমি) দীর্ঘ৷ সীমানা বিরোধ বলতে তেমন কিছু নেই৷ 
উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া ও চীনের যৌথ সীমানার দৈর্ঘ্য এক হাজার ৪১৬ কিলোমটার৷ পায়েকতু পর্বত ও জিয়ানদাও এলাকা নিয়ে দ্বন্দ্ব আছে দু’দেশের৷ 
কিরগিস্তান
মধ্য এশিয়ার আরেক দেশ কিরগিস্তানের সঙ্গে ৮৫৮ কিলোমিটারের সীমানা রয়েছে চীনের৷ 
ভিয়েতনাম 
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের সঙ্গে চীনের সীমানা রয়েছে এক হাজার ২৮৩ কিলোমিটারের৷ 

পাকিস্তান
পাকিস্তানের সঙ্গে চীনের ৫২৪ কিলোমিটারের সীমানা৷ ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির ওপর নির্ভর করছে চীনের সঙ্গে পাকিস্তানের সীমানা বিরোধের অবস্থা৷ 
ভুটান
দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের সঙ্গে ৪৭০ কিলোমিটারের সীমানা রয়েছে চীনের৷ এর মধ্যে কিছু অংশ নিয়ে বিরোধও আছে৷ ভারতের সঙ্গে চীনের সীমানা বিরোধের জেরও টানতে হচ্ছে ভুটানের৷ 
নেপাল
নেপালের সঙ্গেও চীনের সীমানা রয়েছে৷ এর দৈর্ঘ্য এক হাজার ৪৪০ কিলোমিটার৷ কালাপানি এলাকায় নেপাল ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে৷ 
লাওস
চীন ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশ লাওসের মধ্যকার সীমানা প্রায় ৪২৩ কিলোমিটার দীর্ঘ৷ 
তাজিকিস্তান
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের সঙ্গে চীনের সীমানার দৈর্ঘ্য ৪১৪ কিলোমিটার৷
আফগানিস্তান
আফগানিস্তানের সঙ্গে সবচেয়ে কম এলাকার সীমানা রয়েছে চীনের৷ মাত্র ৭৬ কিলোমিটারের৷ 

Monday, March 9, 2020

Corona Virus Live Info


You Can get the live information regarding Corona Virus from the following links:


Link1


Link2


Link3

কাবার দরজায় কী লেখা আছে

  কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন তসবি খচিত রয়েছে। ক্যালিগ্রাফিখচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের জ...